বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক অসচ্ছল “শিক্ষার্থীদের Soft loan” প্রদান সংক্রান্ত আবেদন ফরম ও বিজ্ঞপ্তি বাংলা বিভাগের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হলো। প্রকাশিত আবেদন ফরমটি ডাউনলোড ও পূরণ করে ১২/০৬/২০২১ তারিখের মধ্যে স্ক্যান করে পূরণকৃত ফরমের সফটকপি বিভাগের এই ই-মেইল আইডিতে (bengali@du.ac.bd) প্রেরণ করতে বলা হচ্ছে।
উল্লেখ্য যে, ইতোমধ্যে লোন পাওয়ার নিমিত্তে আগ্রহী শিক্ষার্থীর যে তালিকা বিভাগ কর্তৃক তৈরি করা হয়েছে, কেবলমাত্র তালিকাভুক্ত সেইসব শিক্ষার্থীরাই “শিক্ষার্থীদের Soft loan” প্রদান সংক্রান্ত আবেদন ফরমটি পূরণ করতে পারবে।
(ডক্টর সৈয়দ আজিজুল হক)
অধ্যাপক ও চেয়ারম্যান
বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।