ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর প্রথম সংবিধিমালার ৪৩ (১) ধারা অনুসারে ২ জুলাই ২০২০ তারিখ বৃহস্পতিবার বেলা ১১.০০টায় অধ্যাপক ডক্টর সৈয়দ আজিজুল হক বাংলা বিভাগের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ভীষ্মদেব চৌধুরী নবনিযুক্ত চেয়ারম্যানের নিকট বিভাগের দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ প্রাক্তন চেয়ারম্যানকে ধন্যবাদ এবং নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান।