Profile of Dr. Mohammad Giasuddin
Pen name : Gias Shamim
Father’s name : Hakim Monir Ahmed
Mother’s name : Mahmuda Khatun
Date of birth : 30th November 1958
Place of birth : Sonagazi, Feni
Permanent address : Village: Sulakhali, P.O.: Bhairab Chowdhury Bazar,
Upazila: Sonagazi, District: Feni
Present address (Office) : Professor, Department of Bangla, University of Dhaka
Present address (Residence) : 5/A, Shaheed Abul Khair Bhaban, University of Dhaka
Email address : gias_shamim@yahoo.com
Phone No. : 01552-341789/01711-181763
Educational qualification : B.A. (Honours 1982); M.A. (1983); M.Phil. (1993); Ph.D. (2009)
M.Phil. and Ph.D. degree awarding university: University of Dhaka, Dhaka
Beginning of professional life:
Lecturer, Notre Dame College, Dhaka (from 19.09.1993 to 27.10.1999)
Joining at the University of Dhaka: 28.10.1999
Promotions at the University of Dhaka :
Lecturer: From 28.10.1999 to 13.03.2004
Assistant Professor: From 14.03.2004 to 26.07.2005
Associate Professor: From 27.07.2005 to 29.12.2010
Professor: Since 30.12.2010
Field of expertise : Prose fiction (Regional novel)
Language skills : Bangla, English, Urdu, Arabic, Hindi (according to fluency)
Membership in national institution: Life member, Bangla Academy, Dhaka
Family life : Married to Lutfunnahar Shelly on 07.06.1990 with one son Sajid Mahmud Kaushik (b. 1994) and daughter Sadia Shama (b.1999).
Published books & articles
গবেষণা
বাংলাদেশের আঞ্চলিক উপন্যাস, প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০০২, বাংলা একাডেমি, ঢাকা বাংলা সাহিত্যে আঞ্চলিক উপন্যাস, প্রথম প্রকাশ : জুন ২০১৫, প্রকাশনা সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা উপন্যাসের শিল্পস্বর, প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৯, ভাষাপ্রকাশ, ঢাক
সম্পাদনা
পথের পাঁচালী (বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়), প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৫, ভাষাপ্রকাশ, ঢাকা
চোখের বালি (রবীন্দ্রনাথ ঠাকুর), প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৬, ভাষাপ্রকাশ, ঢাকা
ব্যাকরণ ও ভাষা
উচ্চতর বাংলা ব্যাকরণ ও রচনাশৈলী, প্রথম প্রকাশ : জুন ২০১০, জুপিটার পাবলিকেশনস, ঢাকা
বাংলা ব্যাকরণ ও নির্মিতি, প্রথম প্রকাশ : এপ্রিল ২০১৪, জুপিটার পাবলিকেশনস, ঢাকা
প্রকাশিত গবেষণা প্রবন্ধ
১. সরদার জয়েউদ্দীনের উপন্যাসে সমাজবা স্তবতা, সাহিত্য পত্রিকা, একত্রিংশ বর্ষ \ তৃতীয় সংখ্যা \ আষাঢ় ১৩৯৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, পৃ. ১৪১-১৯০
২. তিতাস একটি নদীর নাম : আঞ্চলিক জীবনের রূপায়ণ, সাহিত্য পত্রিকা, তেতাল্লিশ বর্ষ \ প্রথম সংখ্যা \কার্তিক ১৪০৬ \ অক্টোবর ১৯৯৯, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, পৃ.১০৫-১২০
৩. আরণ্যক-এর আঞ্চলিকতা, সাহিত্য পত্রিকা, ছেচল্লিশ বর্ষ \ তৃতীয় সংখ্যা \ আষাঢ় ১৪১০ \ জুন ২০০৩, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, পৃ. ১২৮ -১৫২
৪. হাঁসুলী বাঁকের উপকথা : কাহারকুলের মহাকাব্য, সাহিত্য পত্রিকা, বর্ষ ৪৭\ সংখ্যা ১ \ শ্রাবণ-কার্তিক ১৪১২ \জুলাইঅক্টোবর ২০০৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, পৃ. ৬৫-৭৮
৫. মোহাম্মদ ওয়াজেদ আলীর চিন্তাধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, যুক্তসংখ্যা ৮৩-৮৪ \ অক্টোবর ২০০৫ ও ফেব্রুয়ারি ২০০৬/কার্তিক-ফাল্গুন ১৪১২, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, পৃ. ২২৩-২৩০
৬. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি : কেতুপুরের মহাকাব্য, মানিক বন্দ্যোপাধ্যায় : শতবার্ষিক স্মরণ (সম্পাদনা :
ভীষ্মদেব চৌধুরী ও সৈয়দ আজিজুল হক), প্রথমপ্রকাশ : মে ২০০৮, অবসর, ঢাকা, পৃ. ৪৮ -৬২
৭. ‘সমরেশ বসুর গঙ্গা : মাছমারাদের জীবনকাহিনি, সাহিত্য পত্রিকা, বর্ষ ৪৭\ সংখ্যা ৩, ২০০৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
৮. শামসুদ্দীন আবুল কালামের কাশবনের কন্যা, মোহাম্মদ শাকেরউল্লাহ্ সম্পাদিত ঊষালোকে (ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা),
নবপর্যায় তৃতীয় সংখ্যা \ জানুয়ারি-মার্চ ২০০৪, পৃ. ৩৪-৪৫
৯. হাঁসুলী বাঁকের উপকথা : কাহারকুলের পাঁচালী, মোহাম্মদ শাকেরউল্লাহ্ সম্পাদিত ঊষালোকে (ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা),
নবপর্যায় চতুর্থ সংখ্যা \ জানুয়ারি-মার্চ ২০০৬, পৃ. ৪১-৪৯
১০. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি : কেতুপুর অঞ্চলের জনজীবনভাষ্য, মানিক বন্দ্যোপাধ্যায় জন্মশতবর্ষ সংখ্যা,
উত্তরাধিকার (সম্পাদক : ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, উপদেষ্টা সম্পাদক : ড. সৈয়দ আকরম হোসেন, ড. বিশ্বজিৎ ঘোষ,
ড. সৈয়দ আজিজুল হক), ৩৬ বর্ষ : ৩য় সংখ্যা \ জুলাই-সেপ্টেম্বর ২০০৮, প্রকাশকাল : ডিসেম্বর ২০০৮, বাংলা একাডেমি, ঢাকা, পৃ. ৪৪-৫৭
১১. আবু ইসহাকের পদ্মার পলিদ্বীপ, মোহাম্মদ শাকেরউল্লাহ্ সম্পাদিত ঊষালোকে (ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা), নবপর্যায় পঞ্চম সংখ্যা \ জুলাই-সেপ্টেম্বর ২০০৯, পৃ. ৭৬-৮৪
১২. জীবন আমার বোন : মুক্তিযুদ্ধের প্রাক্প্রস্তুতির শিল্পিত আখ্যান, মোহাম্মদ শাকেরউল্লাহ্ সম্পাদিত ঊষালোকে (ত্রৈমাসিক
সাহিত্য পত্রিকা), নবপর্যায় ষষ্ঠসংখ্যা \ জুলাই-সেপ্টেম্বর ২০১১, ঢাকা, পৃ. ৪৬-৫৬
১৩. রোকেয়ার অবরোধবাসিনী, মোহাম্মদ শাকেরউল্লাহ্ সম্পাদিত রোকেয়ামানস ও সাহিত্য মূল্যায়ন ,
জাতীয়সাহিত্য প্রকাশ, ফেব্রুয়ারি ২০১৪, ঢাকা, পৃ. ৭২ -৮৩
১৪. পরজন্ম \ সেলিনা হোসেন, উত্তরাধিকার, সম্পাদক : আবু হেনা মোস্তফা কামাল, নির্বাহীসম্পাদক : রশীদ হায়দার), ১৫শ
বর্ষ : ৪র্থ সংখ্যা \ কার্তিক- পৌষ ১৩৯৪ \ অক্টোবর-ডিসেম্বর ১৯৮৭, বাংলা একাডেমি, ঢাকা, পৃ. ১৯০ -১৯৮
এছাড়াও বিভিন্ন সাহিত্য সাময়িকীতে বেশকিছু সাহিত্যবিষয়ক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
শ্রেষ্ঠ গল্পগ্রন্থমালা সম্পাদক (১০ জন গল্পকারের নির্বাচিতগল্প : ১০ খ-), ফেব্রুয়ারি ২০১৬, ভাষাপ্রকাশ, ঢাকা ।
Other affiliations
1. Associate Editor, Sahitya Patrika, Department of Bangla, University of Dhaka, Dhaka.
2. Associate Editor, Kala Anushad Patrika, Faculty of Arts, University of Dhaka, Dhaka.
3. Assistant House Tutor/House Tutor, Amar Ekushey Hall, University of Dhaka (From 18.09.2001 to 17.09.2011)
4. Student Advisor, Department of Bangla, University of Dhaka.
5. Member, Academic Council, Ranbindra University Bangladesh, Shahzadpur, Sirajganj.
6. Subject expert, IQAC, University of Rajshahi, Rajshahi and Uttara University, Dhaka.