হোসনে আরা
ই-মেইল : hosne.ara@du.ac.bd
শিক্ষাগত তথ্য :
ক) এস.এস.সি (১৯৯৪) (প্রথম বিভাগ)। কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টিকাটুলি, ঢাকা।
খ) এইচ.এস.সি (১৯৯৬) (প্রথম বিভাগ) ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা।
গ) স্নাতকোত্তর সম্মান (১৯৯৯) (প্রথম শ্রেণিতে )। প্রবাংলাম বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঘ) স্নাতকোত্তর (২০০০) (প্রথম শ্রেণিতে )। প্রবাংলাম বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঙ) এম. ফিল (২০০৭) “আবু ইসহাকের কথাসাহিত্যে প্রতিফলিত জীবন ও শিল্পরূপ”।বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঙ) পিএইচ.ডি (২০১৬) “ মহাশ্বেতা দেবীর কথাসাহিত্যে আদিবাসী জীবন”। বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ।
শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতা :
ক) প্রভাষক : ঢাকা সিটি কলেজ, ঢাকা। ১১ সেপ্টেম্বর ২০০৩ থেকে ১৮ এপ্রিল ৫২০০ পর্যন্ত
খ) প্রভাষক: বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০ এপ্রিল ২০০৫ থেকে ১৯ নভেম্বর ৮২০০ পর্যন্ত।
গ) সহকারী অধ্যাপক : বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০ নভেম্বর ২০০৮ কে ২৯ এপ্রিল ২০১৩ পর্যন্ত।
ঘ) সহযোগী অধ্যাপক : বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় । ৩০ এপ্রিল ২০১৩ কে বর্তমান পর্যন্ত।
ঙ) খন্ডকালীন আবাসিক শিক্ষক : শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ জুন ২০০৮ থেকে ১৪ জুন২০১৮ পর্যন্ত।
চ) ছাত্র-উপদেষ্টা : বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১ জুলাই ২০০৫ থেকে ১৪ জুন ২০০৮ এবং ১ জুলাই ২০১৮ থেকে বর্তমান পর্যন্ত।
বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান/সমিতির সঙ্গে সম্পৃক্তি :
ক) জীবন-সদস্য : বাংলা একাডেমি, ঢাকা।
খ) জীবন-সদস্য: বাংলা অ্যালামনাই, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
গ) জীবন-সদস্য: ঢাকা বিশ^বিদ্যালয় অ্যালামনাই, ঢাকা বিশ্ববিদ্যালয়।
গবেষণা পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ :
১. ‘ঢোঁড়াই চরিতমানস’-এ নিম্নবর্গের জীবন (সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়: বর্ষ ৪৭, সংখ্যা \ ২্অগ্রহায়ণ-ফাল্গুন ১৪১২ \ নভেম্বর’ ০৫- ফেব্রুয়ারি ’০৬)
২. সূর্য-দীঘল বাড়ী : অপরাজেয় জীবনালেখ্য (সাহিত্য পত্রিকা: ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ ৪৮, সংখ্যা-২১ \ ফাল্গুন ১৪১৭\ ফেব্রুয়ারি ২০১১)
৩. রবীন্দ্র-ছোটগল্পে মেলোড্রামার লক্ষণ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাষা-সাহিত্য পত্র \ সাইত্রিংশ-আটত্রিংশ বার্ষিক সংখ্যা, ১৪১৮-১৪১৯)
৪. পদ্মা নদীর মাঝি ও তিতাস একটি নদীর নাম: প্রান্তিক জীবনের দুই ভুবন (সাহিত্য পত্রিকা: ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ ৫০, সংখ্যা- ৩২ \ আষাঢ় ১৪২০ \ জুন ২০১৩ )
৫. পদ্মার পলিদ্বীপ : চর-অঞ্চলের জীবনের মানচিত্র (কলা অনুষদ পত্রিকা : ঢাকা বিশ্ববিদ্যালয়, খন্ড ৬, সংখ্যা ৮, জুলাই ২০১২-জুন ২০১৩)
৬. পূর্বপার্বতী ও অরণ্যের অধিকার : তুলনামূলক দ্রোহচেতনা (সাহিত্য পত্রিকা : ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ : ৫১ , সংখ্যা \: ২ফাল্গুন ১৪২০\ ফেব্রুয়ারি ২০১৪) ৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের কথাসাহিত্যে সাম্প্রদায়িক দাঙ্গা
(সাহিত্য পত্রিকা : ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ : ৫২, সংখ্যা :\ ৩আষাঢ় ১৪২২\ জুন ২০১৫)
৮. আবু ইসহাকের জাল: একটি সমীক্ষা (ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা\ সংখ্যা: ৯৫ \ ফেব্রুয়ারি২০১৫)
৯. আবু ইসহাকের ছোটগল্পে মুসলিম সমাজের রূপায়ণ (সাহিত্য পত্রিকা : ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্ষ : ৫৫, সংখ্যা:২\ ফাল্গুন ১৪২৫\ ফেব্রুয়ারি ২০১৮)
১০. আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পে মৃত্যুচেতনা (ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা\ সংখ্যা: ৯৮ \ ডিসেম্বর ২০১৮)
১১. প্রফুল্ল রায়ের ছোটগল্প : প্রসঙ্গ ‘দেশভাগ’ (কলা অনুষদ পত্রিকা, খন্ড ৯ সংখ্যা ১২-১৩, জুলাই ২০১৬- জুন ২০১৮)
১২. হরপ্রসাদ শাস্ত্রী, চর্যাপদআবিষ্কার ও তার গুরুত্ব (বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি পত্রিকা)
প্রকাশিত গ্রন্থ :
মহাশ্বেতা দেবীর কথাসাহিত্যে আদিবাসী জীবন
(ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, ঢাকা ; ডিসেম্বর ২০১৮)